কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা দিতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন মো. কামাল হোসেন নামে এক যুবক। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মো. কামাল হোসেন কুমিল্লা সদর উপজেলার কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আ. রবের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কামাল হোসেন দর্শনার্থী হিসেবে কারাগারে থাকা এক আসামির সঙ্গে দেখা করতে আসেন। এ সময় দুই কারারক্ষীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করা হয়। এ সময় ওই ব্যক্তির কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা পাওয়া যায়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন Max tv bdকে বলেন, কামাল হোসেন নামে এক দর্শনার্থীর কাছে গাঁজা পাওয়ার পর তাকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া আর্থিক জরিমানা করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।