পাবনায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় সদ্য কারামুক্ত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার মারা গেছেন। রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল চারটার দিকে তার নিজ বাড়িতে আখতারুজ্জামান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, বিএনপি নেতা আখতারুজ্জামান আক্তার ২০১৯ সালে ঈশ্বরদীতে শেখ হাসিনাকে ট্রেনে হামলা মামলায় ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের পতনের পর হাইকোর্ট ডিভিশনের আপিল বিভাগ থেকে তিনি খালাস পান। এরপর গত ফেব্রুয়ারি মাসে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্তি পান।
এদিকে আখতারুজ্জামান আক্তারের মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
শোক বার্তায় তিনি উল্লেখ করেছেন, আক্তারুজ্জামান আক্তার বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন থেকে তিনি দলকে সংগঠিত করতে কাজ করে গেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি মিথ্যা মামলা থেকে খালাসপ্রাপ্ত হয়ে মাত্র আড়াই মাস আগে মুক্তি পেয়েছেন। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।