সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

পি/প/লস ই/ন্স্যু/রে/ন্সে/র ন/গ/দ ল/ভ্যাং/শ ঘো/ষণা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পঠিত হয়েছে
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

পুঁজিবাজারের তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার (২৮ এপ্রিল) কোম্পানির প্রধান কার্যালয়ে এর ৪৪৩তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী সভায় সভাপতিত্ব করেন।

এ ছাড়া পরিচালনা পর্ষদের সদস্য আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, ফরহাদ আহমেদ আকন্দ, কবির আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, ড. জোৎস্না আরা বেগম, মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, স্বতন্ত্র পরিচালক পরায়ন চন্দ্র দেব বর্মন, দিলশাদ আহমেদ এবং এমএমজি সারওয়ার সভায় উপস্থিত ছিলেন।

এছাড়াও কোম্পানির উপদেষ্টা, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানি সচিব ও অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স প্রধান এ সভায় উপস্থিত ছিলেন।

সভায় অডিট কমিটি দ্বারা সুপারিশকৃত কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশ করা হয়।

সমাপনী বছরান্তে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৩ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা, যা শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৮৪ টাকা। গত অর্থবছরের সমাপনীতে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১১ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার টাকা যেখানে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২.৫৭ টাকা।

২০২৪ সমাপনীতে কোম্পানি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ১০.৫০ শতাংশ, যেখানে শেয়ারহোল্ডারদের ৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা নগদ লভ্যাংশ প্রদান করা হবে যা হবে শেয়ারপ্রতি ১ টাকা ৫ পয়সা। আর আয়ের অবশিষ্ট টাকা কোম্পানির সঞ্চিতি এবং ভবিষ্যৎ তহবিলে স্থানান্তর করাসহ সরকারি নিয়মানুযায়ী বিনিয়োগ করা হবে।

গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ছিল ৩২.৯৭ টাকা, যা এ বছরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৪.৮১ টাকা। বছর শেষে শেয়ারপ্রতি নিট পরিচালনাগত নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩.৬৬ টাকা, যা বিগত অর্থবছরের একই সময়ে ছিল ২.৫৭ টাকা।

একইসঙ্গে সভায় কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ৩০ জুন তারিখে নির্ধারণ করে আলোচ্যসূচিগুলো প্রকাশ করা হয় এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন-২০২৪ অনুমোদন দেওয়া হয়।

আর্থিক বিবরণীর পাশাপাশি একইসঙ্গে এ সভায় অডিট কমিটি দ্বারা সুপারিশকৃত কোম্পানির ২০২৫ সালের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে তা অনুমোদন দেওয়া হয়।

প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ছিল ৩৩ টাকা ৫১ পয়সা, যা এ বছরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৪৪ পয়সা। প্রথম প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নিট পরিচালনাগত নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৭৮ পয়সা, যা বিগত অর্থবছরের একই সময়ে ছিল ঋনাত্মক ১ টাকা ৩১ পয়সা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর