রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

নিখোঁজের ৭ দিন পর শিশু কাফির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৭ বার পঠিত হয়েছে
আব্দুল কাদের কাফি। ছবি : সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে ৭ দিন ধরে নিখোঁজ থাকা শিশু কাফির (৮) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সহলাপাড়া গ্রামের শিশুটির নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্কুলছাত্র আব্দুল কাদের কাফি উপজেলার সহলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে ও নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, প্রতিদিনের মতো গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল কাফি। খেলা শেষে সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফেরে না কাফি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পরে থানায় জিডি করেন।

শনিবার দুপুরে প্রতিবেশীরা দেখতে পান কাফির লাশ একটি পরিত্যক্ত ডোবায় পড়ে রয়েছে।

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রাসেল খন্দকার বলেন, আমার ধারণা শিশুটিকে গুম করার পর হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে। এর সঙ্গে জড়িত সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিং বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর