শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

সী/মা/ন্তে ১২ কে/জি রু/পা/র গয়না ফেলে ভারতে পালাল পাচারকারী..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পঠিত হয়েছে
বিজিবির অভিযানে জব্দকৃত রুপার গয়না। ছবি : Max tv bd

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতে তৈরি ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রুপার গয়না উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গয়নাগুলো উদ্ধার করা হয়। জব্দ করা গয়নার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

বিজিবি জানায়, তথ্যমতে চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে রুপার গয়না পাচারের চেষ্টা করছেন। খবর পেয়ে সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল সীমান্তের মেইন পিলার ৯৩ এর নিকটবর্তী মুন্সিপুর সরদারপাড়ায় অবস্থান নেয়। এসময় একজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে তিনি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন।

বিজিবি টহল দল ব্যাগটি জব্দ করে। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করা হয়। যেখান থেকে ১২ কেজি ২০০ গ্রাম ভারতীয় তৈরিকৃত রুপার গহনা পাওয়া যায়। জব্দকৃত গহনার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, এ ঘটনায় সুবেদার মো. আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। জব্দকৃত রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর