জার্মানির বাণিজ্যিক শহর ব্যাংকিং নগরী ফ্রাংকফোর্টে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) শহরের অদূরে গ্রিস হাইম সালবাউ হলে অনুষ্ঠানটির আয়োজন করে বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠী।
সংগঠনটির মুখ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়উম চৌধুরীর উপস্থাপনায় এ অনুষ্ঠানে শতাধিক বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ সব শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
পুনর্মিলনীতে মজাদার খাবারের পাশাপাশি শিল্পী নিম্মি কাদের ও তাপসী রায় গান গেয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানে কায়উম চৌধুরী বলেন, দীর্ঘ তিন দশক ধরে প্রবাসে নতুন প্রজন্মরা যাতে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার সুযোগ পায় তার জন্যই আমাদের এই আয়োজন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে যেসব সদস্য প্রতি বছর পরিশ্রম করে যাচ্ছেন তাদের কৃতজ্ঞতা জানাই।