চাঁদপুরের মতলব দক্ষিণ মুন্সিরহাট বাজারে স্মরণকালের ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও কয়েকটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) ভোরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ভয়াবহতা এতটাই ছিল যে ফায়ার সার্ভিসের সহায়তা ছাড়া এটি নেভানো সম্ভব হয়নি।
পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে স্থানীয়দের নিয়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আরও বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি, পোশাক ও ইলেকট্রনিকস, পাইপ ফিল্টার ও কনফেকশনারি সামগ্রীর দোকান ছিল। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, চাঁদপুর ও মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফার্মেসি, টিন, হার্ডওয়ার, মুদি, ফলের দোকানসহ ৮-১০ টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এদিকে ভয়াবহ এ আগুনে পুরো মুন্সিরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন সহায়তা পাওয়ার আশায় রয়েছেন। অন্যদিকে স্থানীয়রা কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি এ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।