শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে লোকোমাস্টারদের ব্যতিক্রমী উদ্যোগ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পঠিত হয়েছে
বাংলাদেশ রেলওয়ের ট্রেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে। ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ মাস্টাররা।

মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

মজিবুর রহমান বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আমরা ৯ এপ্রিল বেলা ১১টায় ৩০ সেকেন্ড হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছি। সারা বাংলাদেশে যে লোকোমোটিভ যেখানে থাকবে (ট্রেনে, শেডে ও সান্টিংয়ে), একসঙ্গে সবাই ৩০ সেকেন্ড হর্ন বাজাবে। এটা আমাদের ইউনিয়নের সিদ্ধান্ত।

তিনি বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা এই প্রতিবাদ করতে চাই। ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। সারা বিশ্বের মুসলমান ভাইদের আমরা এ বিষয়ের প্রতিবাদ করার অনুরোধ জানাচ্ছি।

এদিকে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আগামী ১২ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’। এই আয়োজনে শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে, যার আয়োজন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

আয়োজকরা জানিয়েছেন, এটি হতে যাচ্ছে ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ। দল, মত নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি তাদের ফেসবুক পেজে সোমবার ইভেন্টের তথ্য শেয়ার করে।

সেখানে উল্লেখ করা হয়েছে, আগামী শনিবার বিকেল ৩টায় কর্মসূচি শুরু হবে। সোমবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ইভেন্টটিতে আগ্রহ দেখিয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ এবং অংশগ্রহণের কথা জানিয়েছেন প্রায় ৫ হাজার জন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর