বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

যে কারণে দলে নেই তাসকিন..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পঠিত হয়েছে
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত দলে নেই দলের গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদ। বিসিবির ব্যাখ্যায়, চোট এবং ভবিষ্যতের ব্যস্ত সূচি এবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে তার মাঠে ফেরার পথে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাসকিন আহমেদ এখনও বাম পায়ের অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছেন এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। মেডিকেল বিভাগ তাকে এই সিরিজে বিবেচনায় না রাখার সুপারিশ করেছে।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ গণমাধ্যমকে বলেন, ‘প্রতিটি সিরিজের আগে আমরা মেডিকেল ও ফিজিওদের কাছ থেকে খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্পষ্ট ফিডব্যাক নিয়ে থাকি। বিশেষ করে পেসারদের ইনজুরি একটি বড় বিবেচ্য। শেষ পর্যন্ত আমাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাসকিনকে এই সিরিজে না রাখাই শ্রেয় হবে।’

এতদিন ধরে ধারাবাহিকভাবে জাতীয় দলের পেস আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছিলেন তাসকিন। কিন্তু এবার ইনজুরির কারণে তাকে বাইরে রেখেই স্কোয়াড সাজাতে হলো নির্বাচকদের। সামনে জাতীয় দলের অনেক ম্যাচ থাকায়, বোর্ডের পক্ষ থেকে তাকে সময় দেওয়া হচ্ছে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর