খুলনায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের অনেক পরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। তারা খুলনার বাটা শোরুম ও কেএফসি রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাট চালায়।
সোমবার (৭ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব বিষয়টি Max tv bdকে নিশ্চিত করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব বলেন, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় বিপুলসংখ্যক লোক নগরীর ময়লাপোতা মোড়ে কেএফসি এবং শিববাড়ির বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট চালায়।