রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না মা-ছেলের..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৯ বার পঠিত হয়েছে
দুর্ঘটনাস্থালে উৎসুক জনতার ভিড়। ছবি : Max tv bd

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি মোটরসাইকেল চালক বাবা।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরতলীর বাইপাস সড়কের ত্রিমোহনী এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোশালা এলাকার কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (৩০) ও ছেলে আহনাফ (৩)। এ ঘটনায় মোটরসাইকেল চালক কাদের সিদ্দিকী আহত হয়েছেন। তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ায় একটি ফিড কোম্পানিতে কর্মরত আব্দুল কাদের ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে ভোরে নিজ জেলা কুষ্টিয়ার উদ্দেশে স্ত্রী ও তিন বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে রওনা দেন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরতলীর বারখাদা ত্রিমোহনী এলাকার বাইপাস সড়কের প্রবেশমুখে একইদিক থেকে ছেড়ে আসা সবজি বোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে আহনাফ ও তার মা ইতি খাতুনের মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন জানান, কুষ্টিয়া বাইপাস সড়কে সবজিবোঝাই ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর