বাংলাদেশের ক্রিকেটে বড় দুঃসংবাদ। দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের অবস্থা সংকটাপন্ন। গুরুতর অসুস্থ হয়ে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তার হার্টের অবস্থা মূল্যায়নের জন্য এনজিওগ্রাম করা হচ্ছে।
সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মাঠে নামেন তামিম। বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে টস করার পরই তিনি অস্বস্তি বোধ করতে শুরু করেন। ড্রেসিংরুমে ফিরে বুকে ব্যথার কথা জানান সতীর্থদের। এরপর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে।
প্রথমে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় হার্টের কিছু জটিলতা ধরা পড়ে। অবস্থার আরও অবনতি হলে সিদ্ধান্ত হয় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার। কিন্তু হেলিকপ্টারে ওঠানোর আগেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন, ফলে স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয়।
মোহামেডানের ম্যানেজার তারিকুল ইসলাম টিটু দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘তামিমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ডাক্তাররা এখনই কিছু বলতে পারছেন না। তিনি আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার হার্টের অবস্থা যাচাই করতে অ্যাঞ্জিওগ্রাম করা হচ্ছে।’
বাংলাদেশের ক্রিকেটে শঙ্কার ছায়া নেমে এসেছে এই দুঃসংবাদের পর। পুরো দেশই এখন প্রার্থনায়, তামিম যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।