শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

নিখোঁজের তিনদিন পর নদীতে পাওয়া গেল নিরবের লাশ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে
নিহত নিরব শেখ। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর কালুখা‌লী‌তে ‌নি‌খোঁজের তিন‌দিন পর নিরব শেখ না‌মে এক কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার (২৩ মার্চ) সকা‌লে কালুখালী উপ‌জেলার রতন‌দিয়া ইউ‌নিয়‌নের মাধবপুর গ্রা‌মের পদ্মা নদী থেকে মর‌দেহ‌টি উদ্ধার করা হয়। নিহত নিরব শেখ একই ইউ‌নিয়‌নের হ‌রিণবা‌ড়িয়া গ্রা‌মের জিয়ারুল শে‌খের ছে‌লে।

নিহ‌ত নিরবের বাবা জিয়ারুল শেখ বলেন, গত বৃহস্প‌তিবার রা‌তে নিরব বা‌ড়ির পা‌শে মাধবপুর বাজা‌রে যায়। রা‌তে বা‌ড়ি‌তে না ফেরায় খোঁজ কর‌তে থা‌কেন স্বজ‌নরা। পরে নির‌বের বাবার কা‌ছে অপ‌রি‌চিত নম্বর থে‌কে কল আসে। ফো‌নে ২০ লাখ টাকা দা‌বি ক‌রা হয়। টাকা না দি‌লে নির‌বকে হত‌্যা করা হ‌বে বলে জানানো হয়।

তিনি আরও বলেন, টাকা নি‌য়ে পাংশা উপ‌জেলার এক‌টি ব্রিজের কা‌ছে যে‌তে ব‌লে ফোন কে‌টে দেওয়া হয়। এরপর থে‌কে ওই নম্বর‌টি বন্ধ পাওয়া যায়। প‌রে কালুখা‌লি থানায় সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন নির‌বের বাবা। রোববার সকা‌লে স্থানীয় জে‌লেরা মাছ ধর‌তে গি‌য়ে নদী‌তে মর‌দেহ‌ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে।

কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অনেকটা গলে যাওয়ায় আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না।

তিনি আরও বলেন, মরদেহের কোমড়ে শিকল দিয়ে একটি ভারি বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ নদীতে ডুবিয়ে দিতেই হত্যাকারীরা এ পদ্ধতি অবলম্বন করেছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর