জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। সারা বিশ্বে বর্তমানে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন ২.৯৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। প্রতিনিয়ত ফেসবুকের জনপ্রিয়তা বাড়াতে নানা পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।
সম্প্রতি ফেসবুক তার ব্যবহারীর জন্য নিয়ে এসেছে একটি বিশেষ ফিচার। যার মাধ্যমে ফেসবুক প্রোফাইলে কিংবা পোস্টে পছন্দের গান যোগ করতে পারবেন নিমিষেই। অন্য কেউ আপনার প্রোফাইলে প্রবেশ বা পোস্টটি দেখলেই গানটি বেজে উঠবে।
তবে চলুন জেনে নেওয়া যাক কীভাবে প্রোফাইলে গান যোগ করবেন-
১. প্রথমে ফেসবুক অ্যাপ চালু করে প্রোফাইলে চলে যেতে হবে।
৩. সেখানে সেটিংসের নিচে থাকা সার্চ অপশনটিতে চলে যেতে হবে।
৪. এবার স্ক্রল করে মিউজিক অপশন নির্বাচনের পর পাশে থাকা প্লাস আইকনের মাধ্যমে পছন্দের গান বেছে নিন।
৫. এরপর পাশে থাকা তিনটি ডটে ক্লিক করে সিলেক্ট করলেই গানটি প্রোফাইলে যুক্ত হয়ে যাবে।
এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে পোস্টে গান যোগ করবেন-
১. পোস্টে গান যোগ করার জন্য প্রথমে পোস্ট বক্সে চলে যেতে হবে।
২. এরপর নিচে থাকা মিউজিক অপশন নির্বাচন করতে হবে।
৩. এবার সার্চ বারে পছন্দের গান খুঁজে বের করতে হবে।
৪. এরপর পোস্ট বক্সে গানের ওপরে থাকা অ্যাড মিডিয়া অপশনে ট্যাপ করে ছবি বা পোস্টটি এড করে দিতে পারেন।
৫. এবার পোস্টটি আপলোড করে দিলেই হয়ে যাবে।