বগুড়ায় এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আটা ও গমের দাম হিসেবে এই ফিতরা নির্ধারণ করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কেন্দ্রীয় বড় মসজিদে অনুষ্ঠিত বগুড়ায় ফিতরা নির্ধারণ নিয়ে বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির এক সভায় ফিতরার এই হার নির্ধারণ করা হয়।
জানা যায়, জনপ্রতি ১শ টাকা, যবের দাম অনুযায়ী ৫৩০ টাকা, খেজুরের দাম অনুযায়ী ২ হাজার ৩শ টাকা, কিশমিশের দাম অনুযায়ী এক হাজার ৯৮০ টাকা এবং পনিরের দাম অনুযায়ী দুই হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষ এসব পণ্যের দামের ওপর নির্ধারণ করে ফিতরা প্রদান করবেন।
মুফতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ইমাম-মুয়াজ্জিন সমিতির জেলা সভাপতি মাওলানা আবু বকরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক মো. সফিউজ্জামান। প্রধান আলোচক ছিলেন ওলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন।