ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বারইপাড়া গ্রামের লিখন একই গ্রামের ঝন্টু নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা ধার দিয়েছিল। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় এ টাকা ফেরত চাওয়া নিয়ে দুজনের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ঝন্টুর ওপর হামলা চালায় লিখন। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ঝন্টু ও লিখনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আমির জোয়ার্দ্দার, জান্নান মণ্ডল, সাকিব জোয়ার্দ্দার, সবুজ মণ্ডল, জাহানারা বেগম, হাজেরা খাতুন ও স্বপনসহ ১৫ ব্যক্তি আহত হন।
শৈলকুপা থানার ওসি মাসুম খান Max tv bdকে জানান, পাওনা টাকা নিয়ে বারইপাড়া গ্রামে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই এখনো মামলা বা অভিযোগ করেনি।