শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

বাকৃবিতে ছাত্রীদের মশাল মিছিল..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে
নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মশাল মিছিল করে বাকৃবির ছাত্রীদের একাংশ। ছবি : Max tv bd

দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রীদের একাংশ। বিভিন্ন হলের ১ম ও ২য় বর্ষের প্রায় একশত ছাত্রী এসময় মিছিলে অংশ নেন।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে ওই মশাল মিছিল শুরু করেন তারা। মিছিল চলাকালীন তারা নারীদের প্রতি চলমান সকল অন্যায়ের এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা কেআর মার্কেটে এসে জড়ো হতে থাকেন। এরপর সেখান থেকে মশাল মিছিল শুরু করেন তারা। মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল জব্বার মোড় পর্যন্ত যান। সেখান থেকে আবার কে আর মার্কেটের সামনে এসে মিছিলটি শেষ হয়।

হাতে মশাল এবং প্রতিবাদী স্লোগান লিখিত পোস্টার নিয়ে তারা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’; ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘ধর্ষকরা বাইরে ঘোরে, ইন্টেরিম কি করে?’ -সহ নানা স্লোগান দিতে থাকেন।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি জানান, অন্তর্বর্তীকালীন সরকার হয় দায়িত্ব পালন করবে, না হয় দায়িত্ব ছেড়ে দেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারেন তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

মিছিল চলাকালীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, প্রতিনিয়ত নারী নির্যাতন এমনকি ধর্ষণের এসব ঘটনার কোনো বিচার হতে না দেখে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। বিচারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে আমরা সন্তুষ্ট নই। ধর্ষকদের পর্যাপ্ত শাস্তি দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা কিছুতেই ঘরে বসে থাকব না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর