রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

ফুটবল খেলা শেষে ফেরার পথে নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২ বার পঠিত হয়েছে
নৌকাডুবির প্রতিনিধিত্বমূলক ছবি : সংগৃহীত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অনেকেই ফুটবল খেলোয়াড় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার দক্ষিণ-পশ্চিম কঙ্গোর একটি প্রদেশে এ ঘটনা ঘটে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

রোববার রাতে মাই-নডোম্বে প্রদেশের মুশি শহরে একটি ফুটবল ম্যাচ শেষে ফিরছিলেন খেলোয়াড়রা। প্রাদেশিক মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু জানিয়েছেন, খেলোয়াড়দের নৌকাটি কোয়া নদীতে ডুবে যায়।

এমপুতুর ধারণা, রাতে ভয়ংকর অন্ধকার নৌকাডুবির একটি কারণ হতে পারে।

এদিকে মুশি অঞ্চলের স্থানীয় প্রশাসক রেনাকল কোয়াতিবা বলেছেন, এ ঘটনায় অন্তত ৩০ জন বেঁচে গেছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে অধিকাংশের অবস্থা স্বাভাবিক হওয়ায় রাতেই ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

কঙ্গোর নদীগুলো ১০ কোটিরও বেশি মানুষের পরিবহনের প্রধান মাধ্যম। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেখানে অবকাঠামো দুর্বল বা অস্তিত্বহীন, তাদের একমাত্র ভরসা নদীপথ।

মধ্য আফ্রিকার এই দেশটিতে মারাত্মক নৌকা দুর্ঘটনা প্রায় ঘটে। গভীর রাতের ভ্রমণ এবং অতিরিক্ত যাত্রীবোঝাইকে এর কারণ হিসেবে প্রায়শই দায়ী করা হয়। এতদ সত্ত্বেও কর্তৃপক্ষ সামুদ্রিক নিয়মকানুন প্রয়োগ করতে হিমশিম খাচ্ছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর