শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

ইতিহাস গড়তে ডালাস যাবে ব্যান্ড নগর বাউল..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে
ব্যান্ড নগর বাউল। ছবি: সংগৃহীত

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির কিংবদন্তি এক নাম নগর বাউল। এই দলের প্রধান রকস্টার মাহফুজ আনাম জেমস। যারা দেশ ও দেশের বাইরে প্রতি বছরই অসংখ্য কনসার্ট করে থাকেন। এ বছর তারা আবারও আমেরিকা মাতাতে যাবেন। এরই মধ্যে অনলাইনে তাদের যুক্তরাষ্ট্র কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।

‘চ্যাপ্টার টু জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামের এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন। ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে। ভেন্যু টি আট ধাপে ভাগ করে এরই মধ্যে অনলাইনে বিক্রিও শুরু হয়েছে টিকিট। সর্বনিম্ন ৪৯ ও সর্বোচ্চ ১৫০ মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে এর টিকিট।

এদিকে আয়োজক মুনলাইটের পক্ষ থেকে Max tv bdকে জানানো হয়, ডালাসে বাংলাদেশের আইকনিক রকস্টার জেমস তার গোটা ব্যান্ড নিয়ে আগামী ১৪ জুন প্ল্যানো ইভেন্ট সেন্টারে একটি কনসার্ট করবেন। যেখানে নগর বাউলের গানের পাশাপাশি জেমস তার নিজের কালজয়ী কিছু গান পরিবেশন করবেন। তাই বাংলাদেশি রক সংগীতের গুরুকে সরাসরি দেখার সুযোগটি যেন কেউ মিস না করে, তার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনলাইনে এরই মধ্যে প্রচার শুরু হয়েছে।

কনসার্টটি নিয়ে আয়োজকদের একজন সাজ্জাদুল ইসলাম Max tv bdকে বলেন, ‘এর আগে যুক্তরাষ্ট্রে অনেকের কনসার্ট হয়েছে। দেশের অনেক ব্যান্ড শো করে গেছে। তবে এবার আমরা টেক্সাস ডালাসে ইতিহাস গড়তে যাচ্ছি। কারণ এই শহরে এর আগে এত বড় ভেন্যুতে কেউ কনসার্ট করতে পারেনি। অনেকটা ঝুঁকি নিয়েই আমাদের এই আয়োজন। তবে আশা করছি ১৪ জুন প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় আমরা সফল একটি আয়োজন আপনাদের উপহার দিতে পারব।’

এ সময় আয়োজকদের আরও একজন হাসিনা জানান, বর্তমানে আর্লি বার্ড টিকিটের ওপর ছাড় চলছে এবং অনলাইনে এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিটফিওস ডটকমে।

এর আগে ব্যান্ড নগর বাউল ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যায়। সে বার দেশটির ১০ রাজ্যে ১০টি শো করার কথা থাকলেও এই সংগীত সফরে সব মিলিয়ে ২৫টি শোতে পারফর্ম করে ব্যান্ডটি। তবে এবার কয়টি কনসার্ট করবে নগর বাউল, তা জানা যায়নি। শুধু ডালাসের কনসার্ট সম্পর্কে বিস্তারিত জানা গেছে।

এদিকে দেশের বাইরে সর্বশেষ সৌদি আরবের রিয়াদে কনসার্ট করে ব্যান্ড নগর বাউল, যা ছিল দেশটিতে তাদের প্রথম কোনো কনসার্ট। ২২ নভেম্বর রিয়াদ সিজনের বাংলাদেশ উইকে আল-সুওয়াইদি পার্কে জেমসের গান শোনার জন্য এদিন দেশটির বিভিন্ন শহরে থাকা বাংলাদেশিরা ভিড় করে। কারণ সবার জন্য এটি ছিল উন্মুক্ত কনসার্ট।

নগর বাউলের বর্তমান সদস্য; ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফ্যান্টি (ড্রামাস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার)।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর