ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে। এ সময় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনিকে আটক করে তারা। বৃহস্পতিবার বন্দিবিষয়ক গোষ্ঠীগুলো এ তথ্য জানায়। খবর আনাদোলু এজেন্সির।
বন্দিবিষয়ক কমিশন এবং ‘ফিলিস্তিনি বন্দি সমাজ’ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে চালানো অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে শিশু এবং প্রাক্তন বন্দিরাও ছিলেন।
গত ২১ জানুয়ারি থেকে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরে সামরিক আক্রমণ তীব্র করে। ফলে কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ইসরায়েল তাদের কারাগারে ৯,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে আটক রেখেছে। এদের মধ্যে গাজা উপত্যকার ১,৫৫৫ জন বন্দিও রয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ৯৩০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭,০০০ জন আহত হয়েছেন।