সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় স্থান পেয়েছে জুলাই বিপ্লব ও বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ২০২৪-২৫ সেশনের প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের প্রশ্নে বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়।
এতে জুলাই বিপ্লব নিয়ে দুটি প্রশ্ন করা হয়। একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, জুলাই বিপ্লব ২০২৪-এর প্রথম শহীদ কে? অন্য প্রশ্নটি ছিল, জুলাই বিপ্লব ২০২৪-এর অন্যতম স্লোগান কোনটি?
উল্লেখ্য, ‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয় এবং বেলা ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শাবিপ্রবি কেন্দ্রে ৬২৭০ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। শাবিপ্রবি কেন্দ্রে ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, কলা ও বাণিজ্য) ৬ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।