শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

মোতাসিনের প্রেমের টানে কুমিল্লায় পঞ্চাশোর্ধ ইউক্রেনীয় নারী..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০ বার পঠিত হয়েছে
মোতাসিন বিল্লাহ ও নাদিয়া। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ৬ বছর আগে। সেই পরিচয় থেকে প্রেম। অতঃপর প্রেমের টানে ইউক্রেন থেকে বাংলাদেশে এসে বিয়ে করেছেন নাদিয়া নামের ৫০ বছরের এক নারী। তার স্বামী কুমিল্লা নগরীর মোতাসিন বিল্লাহ। বয়স ৬৩।

প্রেমিক মোতাসিন বিল্লাহ কুমিল্লার চর্থা বড়পুকুর পাড় এলাকার মৃত আব্দুল হালিম চৌধুরীর ছোট ছেলে। তিনি একজন ব্যবসায়ী। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি বিয়ে করেন দুজন। এরপর থেকে নববধূকে দেখতে লোকজন ছুটে যাচ্ছেন বাড়িতে।

মোতাসিন বিল্লাহ বলেন, ২০১৯ সালে ফেসবুকে পরিচয় হয় নাদিয়ার সঙ্গে। পরে দুজনের মধ্যে আলাপ হতে থাকে। বছর দুয়ের মাথায় কথা বলতে বলতে একপর্যায়ে নাদিয়াকে প্রেম নিবেদন। তাতে সায় দেন নাদিয়াও। দুজনের মধ্যে ভালো বোঝাপড়া হওয়ায় সিদ্ধান্ত নেন যুগলবন্দি হওয়ার। সেই সূত্রে গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া।

তিনি বলেন, নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করে। একটি সেখানে সাইকোলজিস্ট সে। নাদিয়া ইউক্রেনীয় ও স্প্যানিশ ভাষায় কথা বললেও ইংরেজি ভাষাও জানে। তার সঙ্গে আমার ইংরেজি ভাষায় কথা হয়। ধীরে ধীরে বাংলাও শিখতে চেষ্টা করছে সে।

তিনি আরও বলেন, নাদিয়া বাংলাদেশকে খুব পছন্দ করে। কুমিল্লার রসমালাই খেতে পছন্দ করে সে। কয়েকদিন বাংলাদেশে থাকবে। আবার চেক প্রজাতন্ত্রে ফিরে যাবে। আমি যাওয়া আসার মধ্যে থাকব। সেও বাংলাদেশে যাওয়া-আসা করবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর