শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

ব্রাজিলের জার্সিতে ফিরছেন নেইমার!

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৪ বার পঠিত হয়েছে
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক! দুই বছরের বিরতির পর ব্রাজিলের জার্সিতে আবারও দেখা যেতে পারে নেইমারকে। ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ দরিভাল জুনিয়র সামনের দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে জায়গা পেয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে হাঁটুর গুরুতর ইনজুরির পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। দীর্ঘ পুনর্বাসন শেষে তিনি আবারও মাঠে ফিরেছেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে, যেখানে সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন।

মাত্র এক মাসের খেলায় নেইমার দেখিয়ে দিয়েছেন, তিনি এখনও শীর্ষ পর্যায়ের ফুটবলের জন্য প্রস্তুত। গত সপ্তাহে ইন্টার দে লিমেইরার বিপক্ষে অলিম্পিকো গোল করে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন এই ৩২ বছর বয়সী তারকা। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়। আমি ফিট এবং প্রস্তুত।’

নেইমারের অন্তর্ভুক্তি ছাড়াও ব্রাজিলের এই স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক। দলে সুযোগ পেয়েছেন তরুণ প্রতিভা এন্দ্রিক (রিয়াল মাদ্রিদ) ও স্পেনে চমক দেখানো আন্তনি (রিয়াল বেটিস)। পাশাপাশি অভিজ্ঞদের তালিকায় রয়েছেন লুকাস মউরা ও অস্কার (সাও পাওলো)। নিয়মিত তারকাদের মধ্যে আছেন মারকুইনহোস (পিএসজি), ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

ব্রাজিলের চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করা হবে ৭ মার্চ। এরপর ২০ মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিপক্ষে এবং ২৫ মার্চ বুয়েনস আইরেসে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড (মার্চ ২০২৫ বিশ্বকাপ বাছাইপর্ব)

গোলরক্ষক: এডারসন,অ্যালিসন,বেন্টো,হুগো সাউজা,লুকাস পেরি,ওয়েভেরটন

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো,বেরালদো,দানিলো,ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস,লেও অর্টিজ, মারকুইনহোস,মুরিলো

সাইডব্যাক: আবনার,আলেক্স সান্দ্রো,আলেক্স তেলেস,দোদো,ডগলাস সান্টোস,গুইলহার্মে আরানা,ভ্যান্ডারসন,ওয়েসলি

মিডফিল্ডার: অ্যালিসন,আন্দ্রে,আন্দ্রেয়াস পেরেইরা,আন্দ্রে সান্তোস,ব্রুনো গিমারায়েস,এডারসন,জেরসন,জোয়াও গোমেস,জোয়েলিন্তন,লুকাস মউরা,লুকাস পাকুয়েতা,ম্যাথিয়াস কুনহা,নেইমার জুনিয়র

অস্কার

আক্রমণভাগ: আন্তনি,ব্রুনো হেনরিক,এন্দ্রিক,এস্তেভাও,গ্যাব্রিয়েল মার্টিনেলি,গ্যালেনো,ইগর জেসুস,ইগর পাইশাও,জোয়াও পেদ্রো,লুইজ হেনরিক, রাফিনিয়া,রদ্রিগো,স্যামুয়েল লিনো,সাভিনিও

,ভিনিসিয়ুস জুনিয়র,ইউরি আলবার্তো

ব্রাজিল ২০ মার্চ কলম্বিয়া এবং ২৫ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর