সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান শেষবারের মতো কফিনবন্দি হয়ে চট্টগ্রামে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে মরদেহ নিয়ে আসা হেলিকপ্টারটি চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অবতরণ করে। এসময় মরদেহ এক নজর দেখতে ভিড় করেন নেতাকর্মীরা।
এদিন দুপুর ১টায় মরদেহ জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে রাখা হবে এবং পরে বাদে জুমা বেলা আড়াইটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সর্বশেষ আসরের নামাজের পর রাউজান গহিরা স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।