শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

মামলা দেওয়ায় পরিবহন শ্রমকিদের মহাখালী সড়ক অবরোধ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে
মহাখালীতে সড়ক অবরোধ করায় যান চলাচল ব্যাহত। ছবি : সংগৃহীত

কাগজপত্র ঠিক না থাকায় রাজধানীর খিলক্ষেত এলাকায় বাসের বিরুদ্ধে পুলিশের মামলা দেওয়াকে কেন্দ্র করে মহাখালীতে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর সন্ধ্যার আগে তারা অবরোধ তুলে নেয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মহাখালী বাস টার্মিনালের সামনে এ আন্দোলন করেন তারা।

সড়ক অবরোধের কারণে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশপাশের এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকার মানুষ।

ট্রাফিক-মহাখালী জোনের পুলিশ জানায়, বিকেল পৌনে ৫টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। অবরোধ তুলে নিলেও সড়কের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

এ বিষয়ে ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ জাহেদী গণমাধ্যমকে বলেন, রাজধানীর উত্তরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চলছিল। এমন সময় একটি বাসের কাগজপত্র ঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বাসটির বিরুদ্ধে মামলা হয়। এরপর বাসটি মহাখালী এসে প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিকদের সঙ্গে নিয়ে মহাখালী সড়ক অবরোধ করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর