নানা জল্পনা-কল্পনার পর অবশেষে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। তার নেতৃত্বে গঠন করা হবে নতুন ছাত্র-রাজনৈতিক দল। এবার নাহিদের উদ্দেশে স্ট্যাটাস দিলেন বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি।
আপনাদের এই পথ চলা হোক মিনিংফুল। এই জার্নিতে আপনারা অনেক বন্ধু হারাবেন, আনন্দ তো হারাবেনই – আল্লাহ না করুক – আশাও হয়তো হারাবেন। পৃথিবীতে এমন কোনো মিনিংফুল জার্নি নেই – যেখানে মানুষ আশাহত হয় না। কিন্তু ভয় পাবেন না। আল্লাহর ওপর ভরসা রাখবেন। তিনি যদি ৫ আগস্ট পার করাতে পারেন – সামনে যা আসবে তিনিই পার করাবেন।
দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো। বাংলাদেশে – নো ওয়ান ডাইজ এ ভার্জিন। লাইফ উইল ফাক য়ু। ডানে বামে আক্রমণ আর অবিশ্বাস থাকবে। এখানে মানুষ ভালোবাসার ট্যাক্স হিসেবে আগেই একটু ঘৃণা করে নেয় – সেফটি মেজার হিসেবে। প্রি -পেইড কার্ডের মতো। ঘৃণার ওপর এতো নিরঙ্কুশ আস্থা জগতে বিরল।
কিন্তু সততা ধরে রাখবেন। এই দেশের মানুষ, আপনাদের ভালোও বাসবে। শুধু সততার জন্য এই দেশের মানুষ ৬ খুন মাফ করে দেয়।
আপনাদের পুরা জীবন পড়ে আছে। এই দেশকে দেওয়ার অনেক কিছু আছে আপনাদের। একটা ছোট্ট পরামর্শ দিতে চাই। ৬ মাসে বুঝে যাওয়ার কথা। তবু বলি। এই দেশে টেস্ট অফ এ ম্যান এই না যে – ওয়াট য়ু ডু। এই দেশে সত্যিকারের পরীক্ষা হোলো – ওয়াট য়ু ডোন্ট লিসেন টু।
দুনিয়ার সকলের পরামর্শ শুনতে যাবেন না। যা রাইট – যা দরকারি – সেটাই করবেন। এই যে ছাগল-পাগলের কথা না শোনার ক্ষমতা – এটা আপনাদের বাড়াতে হবে। শলা-পরামর্শ খুবই প্রয়োজনীয় কিন্তু ছাগলের সাথে শলা-পরামর্শে সমস্যা হলো যে, কেবল একটা বিষয়ই বারবার আসবে যে, সর্বত্র কাঁঠাল গাছ লাগাতে হবে এবং কাঁঠাল পাতাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে মূল্যায়ন করতে হবে। কাউকে ছাগল মনে হলে – নিজের বিবেচনা-বোধের ওপর আস্থা রাখুন – সন্দেহ পরে করুন। নিজের ওপর চাপ সৃষ্টি করবেন না। গাট ফিলিংকে কোনো কোনো ক্ষেত্রে ট্রাস্ট করা শিখতে হবে।
শুধু মনে রাখবেন যে, ৭৫ বছরের নাহিদ যেন অপমানিত না হয় আপনার কাজে। খোদাতায়ালা আপনাদের পথচলা সহজ করে দিন।’