রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

৩ বছর অপেক্ষার পর হলেন ইউপি চেয়ারম্যান..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ বার পঠিত হয়েছে
চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদর ইউনিয়নের মাহফুজার রহমান। ছবি : Max tv bd

তিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ের পর চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদর ইউনিয়নের মাহফুজার রহমান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে শপথ পাঠ করান জেলা প্রশাসক মো রবিউল ফয়সাল।

আদালতের আদেশে ফের ভোট গণনায় গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন মাহফুজার রহমান। দেরিতে হলেও আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় উচ্ছ্বসিত তিনি। গতকাল শপথ গ্রহণ শেষে গঙ্গাচড়ার জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিন বছর আগে নির্বাচনে মাজহারুল ইসলাম লেবুকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আদালতে মামলা করেন নিকটতম প্রার্থী মাহফুজার রহমান। আইনি লড়াইয়ে জেলা জজের উপস্থিতিতে ফের ভোট গণনার আদেশ দেন সুপ্রিম কোর্ট।

রংপুর জজকোর্টের আইনজীবী গোলাম মোর্শেদ জানান, ভোট পুনর্গণনার সময় বিবাদী পক্ষের আইনজীবী, নির্বাচন কমিশনের প্রতিনিধি ও নির্বাচনে জয়ী ঘোষিত চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পুনর্গণনায় জয়ী হন মাহফুজার রহমান।

মাজহারুল ইসলাম লেবু ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তিন বছর আগে ভোটগ্রহণের পর লেবুকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তখন সেই ফল না মেনে আদালতে যান জাতীয় পার্টির প্রার্থী মাহফুজার রহমান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর