ইতালিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিনটি পালন করেছে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
একুশে ফেব্রুয়ারির ভোরে দেশের প্রভাত ফেরির সঙ্গে মিল রেখে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক রোমের বাংলাদেশ চত্বরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোম দূতাবাস ছাড়াও ইতালির বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলোর উদ্যোগে দিবসটি নানা আয়োজনে পালিত হয়েছে।
ইতালির মিলান জেনারেল কনসালের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপন করা হয়েছে। মিলানে ‘Make languages count for sustainable development’ প্রতিপাদ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করেন। দিবসটিতে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
বিকেলে মিলানের বাংলাদেশি কম্যুনিটির বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইতালির মিলান, নাপোলি, বলোনিয়া ও ভেনিসসহ প্রায় ৪০টি স্থানে ভাষা দিবস উপলক্ষে স্থায়ী এবং অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
দেশটিতে বাংলা কমিউনিটি, সাংস্কৃতিক সংগঠন এবং বাংলা স্কুলগুলোর আয়োজনে দিবসটি বিশেষভাবে পালিত হয়েছে। এ সময় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।