শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২ বার পঠিত হয়েছে
ধর্ষণের বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি : maxtvbd

ধর্ম অবমাননার অভিযোগে সাজ্জাদুর রহমান (রাখাল রাহা)-এর গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিম শিবির সভাপতি এইচ এম সালাউদ্দিন মাহমুদ।

বিক্ষোভ মিছিলে আজিজুর রহমান আজাদ বলেন, ধর্ম অবমাননা ফৌজদারি অপরাধ। অথচ প্রকাশ্যে ইসলাম অবমাননার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তা বিচার ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে। অবিলম্বে রাখাল রাহাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক ধর্ষণের ঘটনাকে নিন্দা জানিয়ে তিনি বলেন, রোজা ভঙ্গ করে এক নারীকে ধর্ষণের ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মিছিলে থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মুসলমানরা কখনোই ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বরদাশত করবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ শেষে নেতারা সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর