বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জে এক ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন। এই মাহফিলকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম উপলক্ষে আয়োজন সম্পন্ন করেছে মাহফিল কমিটি।
এ উপলক্ষে শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে প্রায় অর্ধলাখ মানুষের সমাগম ঘটেছে।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘রাজশাহী বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি—এসহাক উদ্দিন মিঞা আম্রকানন ময়দান, লালাপাড়া মোড়, চাঁপাইনবাবগঞ্জ, জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসির ড. মিজানুর রহমান আজহারি। গত ৫ আগস্ট দেশ থেকে শেখ হাসিনা সরকার পালিয়ে গেলে দেশে ফিরে আসেন মিজানুর রহমান আজহারি। এরপর দেশের মানুষের আগ্রহে বিভিন্ন স্থানে মাহফিল শুরু করেন তিনি। যার ধারাবাহিকতায় আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারি।