শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

ভাষাসৈনিক ও শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে
শাকিব খান। ছবি: সংগৃহীত

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। এ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে আপামর জনতা শহীদদের শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন। এদিন নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে ভাষাসৈনিক ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পরপরই তিনি এই পোস্ট দেন। যেখানে ব্যাকগ্রাউন্ড কালো রেখে তিনি লিখেছেন, ‘মাতৃভাষার জন্য জীবন দেয়া সকল বীর, ভাষা সৈনিক ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

শাকিব খান বরাবরই সামাজিক যোগাযোমাধ্যমে সক্রিয়। নিজের অনুসারীদের তিনি এই মাধ্যমগুলো থেকে সব ধরনের আপডেট দিয়ে থাকেন। এর আগে পবিত্র শবেবরাতের রাতে তিনি সবার উদ্দেশে লিখেছিলেন, ‘উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে, জীবন হোক শান্তিময়।’ এমন বার্তা দিয়েছিলেন তার ফেসবুকে।

এদিকে শাকিব খানের ‘বরবাদ’ মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। প্রিয়তমার পর দ্বিতীয়বার ইধিকা পালের সঙ্গে জুটি বাঁধবেন শাকিব খান। এ ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে টলিউড নায়িকা নুসরাত জাহানকে। সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর