নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু নামে এক ব্যবসায়ীকে গুলির করার বিষয়টি তার ছেলে আসাদুজ্জামান বল্টু আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পরে ১৯ দিন মঙ্গলবার তার একমাত্র ছেলে আসাদুজ্জামান বল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠান।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ধান-চালের ব্যবসায়ীকে গুলির ঘটনায় তার মেয়ে বেবি খাতুন মামলা করেন। ১৮ দিনের তদন্ত শেষে তার একমাত্র ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে পিস্তল দিয়ে তার বাবাকে গুলির কথা স্বীকার করে। পরে তাকে আদালতে পাঠালে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবাবনবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানো হয়।