সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

৭০ লাখ টাকা দেনা শোধ করতেই বাবাকে গুলি..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে
বাঁ থেকে বাবা ওসমান গনি বাবু ও ছেলে আসাদুজ্জামান বল্টু। ছবি : Max tv bd

নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু নামে এক ব্যবসায়ীকে গুলির করার বিষয়টি তার ছেলে আসাদুজ্জামান বল্টু আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহারপাড়া মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে যান ওসমান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তার পেছন থেকে গুলি করে। গুলিটি তার কোমরের পেছনে বাঁ পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে ১৯ দিন মঙ্গলবার তার একমাত্র ছেলে আসাদুজ্জামান বল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠান।

সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, আটকের পর বল্টু পুলিশকে জানায়, তার ব্যক্তিগত ৭০ লাখ টাকা দেনা ছিল। তার বাবাকে হত্যার পর সম্পদ বিক্রি করে দেনা শোধ করবে এবং পরবর্তীতে সকল সম্পদ ভোগ করবে এমন ধারণা থেকে ঢাকা থেকে পিস্তল কিনে নিজেই পরিকল্পনা অনুযায়ী ফজরের নামাজে যাওয়ার সময় অন্ধকারে গুলি করে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ধান-চালের ব্যবসায়ীকে গুলির ঘটনায় তার মেয়ে বেবি খাতুন মামলা করেন। ১৮ দিনের তদন্ত শেষে তার একমাত্র ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে পিস্তল দিয়ে তার বাবাকে গুলির কথা স্বীকার করে। পরে তাকে আদালতে পাঠালে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবাবনবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানো হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর