রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

পঞ্চগড়ে ১৬ বছর পর ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে
ছাত্রশিবিরের দিনব্যাপী প্রকাশনা উৎসব। ছবি : Max tv bd

পঞ্চগড়ের দেবীগঞ্জে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দেবীগঞ্জ সরকারি কলেজ চত্বরে এই প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হাসিবুল ইসলাম বিপ্লব।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রশিবিরের প্রকাশনা উৎসবে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার, চাবির রিংসহ বিভিন্ন ইসলামী বই ও পবিত্র কোরআন প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়। প্রকাশনা উৎসবে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ স্টল ঘুরে দেখেন এবং অনেকে তাদের সন্তানদের জন্য বই কিনে নেন।

প্রকাশনা উৎসবে আসা ফিরোজ আহমেদ নামে এক শিক্ষার্থী Max tv bdকে বলেন, এই প্রকাশনা উৎসবে এসে আমি অত্যন্ত আনন্দিত। এখানে প্রচুর শিক্ষামূলক ও মূল্যবান বই রয়েছে, যা আমাদের জ্ঞানচর্চায় সহায়ক হবে। আমি চাই প্রতি বছর এমন আয়োজন হোক।

দেবীগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রুমন ইসলাম Max tv bdকে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং ইসলামি সাহিত্য প্রসারের লক্ষ্যে এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হাসিবুল ইসলাম বিপ্লব Max tv bdকে বলেন, বিগত আওয়ামী আমলের আমরা প্রকাশ্যে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার সুযোগ পাইনি। আমাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের কাছে বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১৬ বছর পর প্রশাসনের অনুমতি নিয়ে এখন আমরা উন্মুক্তভাবে শিক্ষার্থীদের সামনে আমাদের প্রকাশনা উপস্থাপন করার সুযোগ পেয়েছি। আশা করছি, এতে করে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবির সম্পর্কে আরও বেশি জানতে পারবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর