গত ৭ মাস ধরে বেতন বন্ধ কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি)। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। পরিবার-পরিজন নিয়ে তারা অতি কষ্টে দিন কাটাচ্ছেন। কবে নাগাদ বেতন পেতে পারেন এ বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
সরজমিনে দিনাজপুরের খানসামা উপজেলার কমিউনিটি ক্লিনিক গিয়ে দেখা যায়, গ্রামের দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য শিক্ষা ও জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা।
উপজেলার পূর্ব বাসুলী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. মোজাম্মেল বলেন, গত ৭ মাস ধরে বেতন-ভাতা বন্ধ। এতদিন ধার-দেনা করে পরিবার ও ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জোগাতে হয়েছে। এখন ধারও দিচ্ছে না কেউ।
কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি মোরশেদ হোসেন চৌধুরী বলেন, সারা দেশের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের একই অবস্থা। সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত যোগাযোগ করেও কোনো সুরাহা পাচ্ছি না। হচ্ছে, হবে বলেই দিন পার হচ্ছে।
এ বিষয়ে খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, সিএইচসিপিদের বেতন বন্ধ থাকায় আমরা ব্যথিত। সারা দেশেরই একই চিত্র। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের উচ্চপর্যায় ও সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত অবগত করা হচ্ছে।