রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:১২ অপরাহ্ন

থানায় পুলিশ কর্মকর্তার মৃত্যু..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ বার পঠিত হয়েছে
এএসআই আকবর আলী। ছবি : সংগৃহীত

কর্তব্যরত অবস্থায় রাজশাহীর মোহনপুর থানায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মারা যাওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম আকবর আলী (৪৯)। তিনি মোহনপুর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।

আকবর আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামে। তার বাবার নাম মৃত জাবেদ আলী।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান Max tv bdকে জানান, শুক্রবার জুমার নামাজের পর এএসআই আকবর আলী ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিকেল ৩টার দিকে হঠাৎ করে অসুস্থবোধ করলে দ্রুত তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে আকবর আলীর মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার রাতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আকবর আলীর মৃত্যুতে রাজশাহীর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর