রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০২ অপরাহ্ন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পঠিত হয়েছে
গ্রেপ্তারের প্রতীকী ছবি।

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিএমপির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- কোতোয়ালি থানার তরিকুল ইসলাম (২৯) ও সেকান্তর হোসেন মিয়া (৫৩), খুলশী থানার মো. আবু ফয়সাল (৩৩), বাকলিয়া থানার মধুসদন দত্ত (৪৫), চান্দগাঁও থানার মো. শওকত হোসেন বাবুল (৩৫) ও মফিজুর রহমান চৌধুরী (২৯), চকবাজার থানার নূর হোসেন (৪৮), বায়েজিদ বোস্তামী থানার মো. ইমন (৩৪), পাঁচলাইশ থানার মো. আবু হানিফ (২৫) ও মো. শুক্কুর আলী বাবু (২৩), ইপিজেড থানার মো. পান্না শেখ (১৯), মো. আনিসুর রহমান (১৯) ও মো. আলাউদ্দিন (৩২), বন্দর থানার মো. মুরাদ (৩৫), আকবরশাহ থানার রবিন দাশ (২৭), পতেঙ্গা থানার মোহাম্মদ রাহাদ (২০), কর্ণফুলী থানার শওকত হোসেন বাবু (৩৮) ও ইশরাত আশরাফি অপি (২৫) এবং হালিশহর থানার ফয়সাল আহমেদ ওরফে মানিক (৪২)।

সিএমপির উপপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. ইমরান হোসেন Max tv bdকে বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী হিসেবে ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর