গাজীপুরে নিহত শহীদ আবুল কাশেমের জন্য ফেনীতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে কয়েক শতাধিক ছাত্র-জনতা অংশ নেন।
জানাজা শেষে তারা আওয়ামী সন্ত্রাসীদের বিচার ও সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ট্রাংক রোড, শহীদ শহিদুল্লাহ্ কায়সার রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
বক্তারা এ সময় আবুল কাশেমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।