বগুড়ার শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নে সুবলী উত্তরপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো, মো. রাশেদুজ্জামানের ছেলে রবিউল হোসেন (৪) এবং ইদ্রিস আলীর মেয়ে সামিহা খাতুন (৭)। তারা সুবলী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাজিদ হাসান লিংকন বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।