খেলতে গিয়ে গ্যাসলাইটের আগুনে বসতঘর ভস্মীভূত হওয়ার তিন দিনের মাথায় নতুন ঘরের জন্য ঢেউটিন ও নগদ টাকা পেলেন ফরিদপুরের সালথা উপজেলার সেই পাঁচ কৃষক পরিবার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে আগুনে ক্ষতিগ্রস্ত ওই পাঁচ কৃষকের হাতে তিন বান্ডিল করে ঢেউটিন ও নগদ নয় হাজার করে টাকা তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, সহকারী কমিশনার (আইসিটি শাখা) মো. তন্ময় ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া গ্রামের কৃষক আহম্মদ মোল্যার বসতঘরের পাশে বসে গ্যাসলাইট নিয়ে খেলছিল ২-৩ শিশু। একপর্যায় ওই শিশুদের হাতে থাকা গ্যাসলাইটের ফায়ারে আহম্মদ মোল্যার ঘরের বেড়ায় আগুন ধরে যায়। পরে ওই আগুনে কৃষক আহম্মদ মোল্যার ৪টি, পাশের আসাদ মোল্যার ২টি, মোস্তফা মোল্যার ৩টি, আমিনুর মোল্যার ১টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে একরকম খোলা আকাশের নিচে বসবাস করছিলেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো।