শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

হাইওয়ে ব্রিজ থেকে দূষিত খাদে পড়ল বাস, নিহত ৫১..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে
দুর্ঘটনাকবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার কার্যক্রম। ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে গুয়াতেমালা সিটিতে একটি বাস হাইওয়ে ব্রিজ থেকে দূষিত খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে। অনেকে এখনও দুর্ঘটনাকবলিত বাসে আটকে আছেন। বাসটি সান আগস্টিন আকাসাগুয়াস্টলান শহর থেকে রাজধানীতে যাওয়ার পথে ব্যস্ততম রুটে পুয়েন্তে বেলিস থেকে প্রায় ২০ মিটার দূরে খাদে পড়ে যায়। পুয়েন্তে বেলিস একটি হাইওয়ে ব্রিজ। এটি মহাসড়ক ও খালের সংযোগ ঘটায়।

ফায়ার সার্ভিসের মুখপাত্র কার্লোস হার্নান্দেজ বলেছেন, প্রাদেশিক মর্গে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মৃতদেহ পাঠানো হয়েছে। সেখানে তাদের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়ায় ফায়ার সার্ভিসের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, দুমড়েমুচড়ে যাওয়া বাসটি আংশিকভাবে বর্জ্য পানিতে ডুবে গেছে। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে নিহতদের মৃতদেহ।

এদিকে গুয়াতেমালার রাষ্ট্রপতি বার্নার্ডো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং দেশটির সেনাবাহিনী ও দুর্যোগ সংস্থাকে উদ্ধারকাজে সহায়তা করার জন্য মোতায়েন করেছেন।

আরেভালো বলেছেন, আজ যারা স্বজন হারানোর হৃদয়বিদারক সংবাদ শুনে ঘুম থেকে উঠেছেন, তাদের পরিবারের সঙ্গে আমি সংহতি প্রকাশ করছি। তাদের ব্যথা আমার ব্যথা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর