সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুজনই পোশাক শ্রমিক বলে জানা গেছে।
আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দীন জানান, কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।