শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

সাভারে পোশাক শ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০ বার পঠিত হয়েছে
আশুলিয়া থানা। ছবি : Max tv bd

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুজনই পোশাক শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। প্রায় পাঁচ মাস আগে তারা এ বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। রাতে স্ত্রী বাসায় ফিরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে ওঠেন। পরে স্বামীকে রশি থেকে নামিয়ে নিজেই ঝুলে আত্মহত্যা করেন।

আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দীন জানান, কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর