মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার পাশাপাশি জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অপরাধে চার ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের শুকুরকান্দি গ্রামের চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা (ভূমি) সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।
অভিযানের সময় ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিয়ে ভাটার চুলা বন্ধ করে দেয়। পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে কাঁচা ইট। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।