শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

চলমান পরিস্থিতি নিয়ে আজহারির স্ট্যাটাস..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পঠিত হয়েছে
জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুধবার রাত থেকেই ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় গতকালও সাবেক সরকার ও বেশ কয়েকজন মন্ত্রীর বাসভবন ভাঙচুর চালানো হয়। এবার এ বিষয়ে কথা বললেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত এক পোস্ট দিয়েছেন মিজানুর রহমান আজহারি।

পোস্টে তিনি লিখেন, ‘মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। Let’s rebuild our nation.’

একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, ‘#rebuildBangladesh’।

এর আগে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক এক পোস্টে লেখেন, ‘খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী বক্তব্য যেই গণ ক্ষোভের জন্ম দিয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে ৩২ নাম্বারে। সরকার কি করবে? খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাইয়ের সেই ছাত্র-জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে? ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর