গ্রামীণ কমেডি গল্পে নির্মিত ‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটক ১ মিলিয়নের বেশি Max tv bd ড্রামা ইউটিউব চ্যানেলে দেখেছেন দর্শক।
পারিবারিক ঝগড়া, সামাজিক টানাপড়েন আর হাস্যরসের মজায় ভরপুর এ নাটক বুধবার (২৯ জানুয়ারি) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
এই নাটকে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় দুই মুখ শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি।
গল্পের কেন্দ্রবিন্দু এক সদ্য বিবাহিত দম্পতি। প্রেমের টানে বাবার আদর ছেড়ে এক নতুন জীবনের পথে পা বাড়ায় তারা। পালিয়ে বিয়ে করে দুই পরিবার থেকেই বঞ্চিত হন নবদম্পতি। ছেলের একমাত্র সম্বল ব্যাটারিচালিত রিকশা ও মেয়ে কাজ নেয় মানুষের বাসাবাড়িতে। নানা ঘটনায় এগিয়ে যেতে থাকে নাটকের গল্প। নাটকটি দেখার পাশাপাশি নিজেদের মন্তব্যও জানিয়েছে দর্শক।
শামীম হাসান সরকার বলেন, ‘নাটকটি কমেডি ঘরানার হলেও সামাজিক বার্তাও রয়েছে। গ্রামীণ প্রেক্ষাপটে নাটকটির কাহিনি। শুটিং সেটের সবাই অনেক মজা পেয়েছি ডায়লগ বলার সময়। মানুষ নাটকটি দেখে আনন্দ পাচ্ছেন দেখে আমাদেরও ভালো লাগছে।’
অন্যদিকে তানিয়া বৃষ্টি বলেন, ‘খুব দ্রুত সময়ে ১ মিলিয়ন দর্শক নাটকটি দেখেছেন। মজার একটি নাটক। দর্শকরা পছন্দ করেছেন। নাটকটির শুটিংয়ের সময়ই মনে হচ্ছিল ভালো একটি কাজ হতে যাচ্ছে।’
শামীম-তানিয়া ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, সিদ্দিক মাস্টার, মিলি বাসার, বাপ্পি বাসার, কামরুন নাহার, সোহেল হাসান, হিরা মনিসহ অনেকে।
আশিয়ান সিটি নিবেদিত ‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটকটি Max tv bd ড্রামার দ্বিতীয় নাটক। এর আগে চ্যানেলটির প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।