স্টাফ রিপোর্টার : জসিম উদ্দিন
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ,মুজাহিদ নগর,মদিনাবাগ,মেরাজনগর,খানকা শরীফ রোড, মোহাম্মাদবাগ সহ অনেক অঞ্চলে রাতে রাস্তার ল্যাম্প লাইট বন্ধ থাকার কারনে দিন দিন বেরেইচলছে এলাকাবাসীর আতঙ্ক।
দীর্ঘ দিন ধরে বিশেষ করে ২০২৪ইং এর জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে শুরু করে একদিন লাইট গুলা জ্বললেও,তিন-চার দিন বন্ধ থাকে?? আবার এমন অবস্থায় ও চলছে দিনের বেলায় লাইট গুলো চলছে রাতের বেলায় বন্ধ থাকে?? পরবর্তীতে জুলাই আগস্টে ল্যাম্প লাইট গুলা সম্পূর্ণ বন্ধ ছিল!! এবং জুলাই আগস্ট এর পরবর্তী সময়ে একেবারে না চলা অবস্থায় চলছে,, এতে করে এলাকার মধ্যে চলছে চুরি-ছিনতাই ঢাকাতি ও খুন সহ নানা অপকর্ম। এমন পরিস্থিতিতে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে??
৫ আগস্ট এরপর থেকে যেন পুলিশের হাত-পা বাধা এমনও মনে হয় দেশে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী বলতে কিছু নেই। এমন অবস্থায় ছিনতাইকারী ও দুর্বৃত্ত -সন্ত্রাসীরা ফাঁকা মাঠে ঘোল দিচ্ছে এমন পরিস্থিতিতে রাতে সাধারণ মানুষেরা রাস্তায় বেরোতে ভয় পাই ও কর্ম-তাগীদের জন্য সঠিক সময়ে পৌঁছাতে পারছে না গন্তব্য স্থানে, এবং এলাকাবাসী আতঙ্কে থাকে এমতা অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনী সহ অন্তবর্তী সরকার এর কাছে প্রতিকার চান এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি রাতে প্রতিটা রোডের ল্যাম্পলাইট জ্বালানো হোক এবং বিশেষ করে রাতের নিরাপত্তায় টহল পুলিশকে বিশেষ নির্দেশনা দেয়া হোক এবং পুলিশের কার্যক্রম বাড়িয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হোক। জনগণ-পুলিশ ভাই ভাই,ছিল, আছে,থাকবে। জনগণ সবসময় পুলিশের বন্ধু হয়ে কাজ করেছে এবং করবে,এমন প্রতিশ্রুতি এলাকাবাসীর। বিদ্যুতের এমন সার্ভিস ব্যবস্থায় বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানতে চাইলে বিশেষ কোনো কারণ জানা যায়নি।