রবিবার, ০৪ মে ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

ফের সড়ক অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পঠিত হয়েছে
বাঁশ আটকিয়ে সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি : Max tv bd

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণাসহ সাত দফা দাবি না মানায় আবারও কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় যাত্রীদের।

শিক্ষার্থীরা জানান, আমরা বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আলটিমেটাম দিয়েছিলাম কিন্তু সরকারের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চলতেই থাকবে।

আন্দোলনকারী শিক্ষার্থী জাবেদ ইকবাল বলেন, আমরা এ মুহূর্তে কলেজের সামনের সড়ক অবরোধ করে অবস্থান করছি। কিছুক্ষণ পর ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করব।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর