বিপিএল ঘিরে ক্রমেই বাড়ছে ফিক্সিংয়ের অভিযোগ, আর এবার সন্দেহের কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়। স্পট ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলমান থাকায় আপাতত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও এখনও কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সতর্কতামূলক এই সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বিপিএলে শুরুর দিক থেকেই রাজশাহীর কিছু ম্যাচ নিয়ে সন্দেহের দানা বাঁধে। বিশেষ করে এনামুল হকের কিছু পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে। বিসিবির দুর্নীতি দমন ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করলে একাধিক ক্রিকেটারের নাম সামনে আসে।
তদন্তে উঠে এসেছে, শুধু এনামুল হক বিজয় নন, দুর্বার রাজশাহীর আরও কয়েকজন খেলোয়াড় স্পট ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় আছেন। শুধু রাজশাহীই নয়, অন্য আরও তিনটি দলের কিছু ক্রিকেটার ও কর্মকর্তার ওপর নজরদারি করছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট।