বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

সড়কেই নামাজ পড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
সড়কেই নামাজ পড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা। ছবি : Max tv bd

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ৪৫ ঘণ্টা অনশন করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে অনশন কর্মসূচির ফাঁকে কলেজটির প্রধান ফটকের সামনের রাস্তায় জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে অসুস্থ হয়ে পড়েন কলেজটির বাংলা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী বেলাল। পরে তাকে হাসপাতালে নিয়ে যায় তার সহপাঠীরা। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকে সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে তারা এ অনশন শুরু করেন। এ সময় তারা সাত দফা দাবি জানান। পরে বৃহস্পতিবার এই সাত দফার সঙ্গে অধ্যক্ষের পদত্যাগসহ গণ অনশনের ডাক দেনন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে বলেও জানান তারা।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম তিতুমীর ঐক্যের সাত দফা দাবিগুলো হলো- তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল’ এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।

এছাড়া একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর