শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

ভালোবাসা দিবসে অপূর্ব-নীহার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পঠিত হয়েছে
ভালোবাসা দিবসে অপূর্ব-নীহার

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেশের নাট্যাঙ্গনের তার জনপ্রিয়তা আকাশচুম্বী। কাজ করেছেন অসংখ্য গুণী নির্মাতার সঙ্গে। এবার আরও একবার নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিনের পরিচালনায় দেখা যাবে তাকে। আসছে ভালোবাসা দিবসে হাজির হচ্ছেন নতুন নাটক নিয়ে। নাটকের নাম ‘মন দুয়ারী’। এ নাটকে প্রথমবার অপূর্বর বিপরীতে অভিনয় করলেন হালের ক্রেজ নাজনীন নাহার নীহা।

নিজের নতুন নাটক নিয়ে সৌখিন জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি দেশের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। নাটকটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পের ওপর নির্মিত হয়েছে নাটকটি। গল্পে দেখা যাবে, অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এরপর নীহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দুজন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।’

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘বেশ বড় আয়োজনের মধ্য দিয়ে ১৩ দিনে আমরা এ নাটকের শুটিং করেছি। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি। এ চরিত্রের জন্য আমি আমার মাথার চুল অনেক ছোট করে ফেলেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে, এ নাটকের চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমার যা যা করা প্রয়োজন আমি করেছি। এ ছাড়া সৌখিনের যেমন আমার ওপর আস্থা আছে, আমারও ঠিক তাই। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে। আর নীহার মধ্যে অভিনয় শেখার আগ্রহটা প্রবল, এটাই অনেক বড় বিষয়। এ নাটকে নীহা কতটা ভালো করেছে, তা নাটকটি দেখলেই দর্শক অনুভব করতে পারবেন।’ এ নাটক নিয়ে নীহা বলেন, ‘আমরা যারা এ প্রজন্মের তাদের প্রত্যেকেরই স্বপ্ন অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, তাতে যে আমি কতটা খুশি বোঝাতে পারব না। অপূর্ব ভাই, সৌখিন ভাই দুজনই আমাকে অভিনয়ের ব্যাপারে ভীষণ সহযোগিতা করেছেন।’

নাটকের শুটিং হয়েছে ঢাকার নবাবগঞ্জ এবং রাজশাহীতে। নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ। নাটকে গান থাকছে দুটি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর