ঢাকার কাজীপাড়ার শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে কাজীপাড়ায় অবস্থানরত হালুয়াঘাট ও ধোবাউড়ার ছিন্নমূল শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
বিএনপি এই নেতা সরকারের নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, সরকারের কারোরই এমন কোনো কথা বলা বা কাজ করা উচিত না, যাতে তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ন বা প্রশ্নবিদ্ধ হয়। নতুন দলের প্রতি যদি সরকারের কোনো ধরনের সহায়তা, সমর্থন, আশীর্বাদ, পৃষ্ঠপোষকতা থাকে তাহলে জনগণ মেনে নেবে না।
এ সময় বিএনপি নেতা সিরাজুল ইসলাম মাসুম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন ।